সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে মামাত-ফুফাতো ভাই বোন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শোলক গ্রামের ওবায়দুলহ হক হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
উজিরপুর থানা পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। নিহত দুই শিশু হলো- আরাফাত ছানী (৫) ও মারিয়া আক্তার (৫)।
জানা গেছে, শিশু দুটি বাড়িতে খেলা করার কোনো এক সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply