সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি:বরিশাল-বানারীপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় আবুল কালাম (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু ও চালক মনির হোসেন গুরুতর আহত হয়েছেন।রোববার রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই স্থানীয়রা ঘাতক বাস ও চালক ফরিদ মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।পরে ৬০ হাজার টাকার বিনিময়ে নিহতের পরিবারের সঙ্গে বাস মালিকপক্ষের সমঝোতা হলে পুলিশ ঘাতক বাস ও চালক ফরিদকে ছেড়ে দেয়।
এ বিষয়ে স্থানীয় ও আহত মোটরসাইকেল চালক মনির হোসেন জানান, রোববার রাত পৌনে ৮টার দিকে ব্যবসায়ী আবুল কালামকে (৫৫) নিয়ে বানারীপাড়া থেকে মোটরসাইকেলে কুনিয়ারী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে নেছারাবাদ থেকে বরিশালের দিকে ছেড়ে আসা খাজা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন ও ব্যবসায়ী আবুল কালাম ঘটনাস্থলেই নিহত হন।
পরে স্থানীয়রা ঘাতক বাস খাজা পরিবহন ও চালক ফরিদ হোসেনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাকে উদ্ধার করে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সামচ-ই জাহান সোনিয়া তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, সড়কে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় চালক ও বাস আটক করা হয়। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply