রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সেনা সদস্যরা নিজেদের রেশন অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছন। শনিবার (১৮ এপ্রিল) সকাল সোয়া ৯টায় নগরীর উত্তর কাউনিয়া এলাকার খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
শেখ হাসিনা সেনানিবাস ৬২ ইস্ট বেঙ্গল ৬ পদাতিক ব্রিগেড অধিনায়ক লে. কর্নেল ফয়সাল আবেদী হাসান জানান- সমাজের অনেক মানুষ আছেন, যাদের বাসায় খাবার শেষ হয়ে গেলেও লজ্জায় চাইতে পারছেন না। সেনা সদস্যরা সেসব মানুষকে খুঁজে বের করে খাদ্য সহায়তা দিচ্ছে। এখন পর্যন্ত এই ধরনের এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে সিটি করপোরেশন দিনের পরিবর্তে রাতে ত্রাণ সহায়তা দেওয়া শুরু করেছে। রাতে ঘরে ঘরে গিয়ে সহাতায় পৌঁছে দিচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। শুক্রবার রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের ছয়শ’ পরিবার এবং ৪ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৯শ’ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেয় করপোরেশন।
Leave a Reply