রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বরিশালের মেহেন্দিগঞ্জে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিতরনে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। থানা বিষয়টি তদন্তের জন্য দুদক’এ পাঠিয়েছে।
মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান, আন্ধারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম গত ৯ এপ্রিল ৩৮৪ জন জেলের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরন করেন। অথচ জনপ্রতি বরাদ্দ ছিল ৪০ কেজি করে। সে হিসাবে ৩ হাজার ৮৪০ কেজি চাল বিতরনে অনিয়ম করেছেন তিনি। একারনে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় এ বিষয় অবহিত করে সাধারন ডায়েরী করা হয়েছে ১১ এপ্রিল।
এদিকে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, সাধারন ডায়েরী নথিভুক্ত করে তা দুদক’এ পাঠানো হয়েছে তদন্তের জন্য। এব্যাপারে তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply