মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফি কমানোর দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিএম কলেজের সামনে এ মানববন্ধন করেন তারা।
মানবন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে সাধারণত ছাত্রই আন্দোলন সংগ্রাম করে থাকে। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ফি কমানোর দাবিতে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বুধবার কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
প্রায় তিনঘন্টা অবরোধ চলার পর কলেজ কর্তৃপক্ষ ৬০০ টাকা ফি কমানোর আশ্বাস দেন। কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে সাথে সাথে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ফিরে যাওয়ার সময় তাদের উপর হামলা করে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী। এতে আহত হয় তিন শিক্ষার্থী। বক্তারা ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের উপর এ ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply