শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
রুশদা হাসান॥ বরিশাল নগরী থেকে চুরিকৃত তিনটি ছাগল(পশু)ও একটি সিএনজি উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে গড়িয়ারপার এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কের সেতু বন্ধন ক্লাবের সামনে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম.মাহবুব-উল-আলম।
এ ঘটনায় সিএনজি চালককে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গেছে।তবে চলকের নাম জানা যায়নি। থানা সুত্রে জানা যায়,প্রতি রাতে মত বরিশাল-ঢাকা মহাসড়কের সেতু বন্ধন ক্লাবের সামনে এয়ারপোর্ট থানা পুলিশ চেক পোষ্ট বসান,এ সময় নীল রঙের একটি সিএনজি পুলিশ দেখতে পেয়ে চেক পোষ্ট যাওয়ার পূর্ব মুহূর্তে গাড়ি রেখে পালিয়ে যায় চালক।বিষয়টি পুলিশের সন্ধেহ হলে তারা গাড়ির সামনে গেলে দেখেন সিএনজির ভিতরে তিনটি ছাগল(পশু)রয়েছে।
বিস্তারিত আসছে…
Leave a Reply