সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে চকলেট খাওয়ানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সাতলা গ্রামের মিতুল বেপারীর ছেলে শিমুল বেপারী (১৯) গত মঙ্গলবার (৩৯ মার্চ) সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি কাঁদকে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিষয়টি জানায়। এরপর এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়রা অভিযুক্তকে ধাওয়া করেও আটক করতে পারেনি।
আজ বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে শিমুল বেপারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, মামলা নিয়ে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply