রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি:
বরিশাল বিমানবন্দর থেকে প্রায় দেড় কোটি টাকা সহ দুই চিনা নাগরিক সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।আটককৃতদের মধ্যে চিনা নাগরিক দ্বয়ের নাম লিং লেই ও সিদা। আটক হওয়া অপর তিন বাংলাদেশীর নাম জানা যায়নি।
বরিশাল মহানগরীর বিমানবন্দর থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, লিং লেই পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধিন তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্টের লোক বলে দাবী করেছে।
বিকালে সে একটি ব্রিফকেসে এক কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা বরিশালের রহমতপুর বিমানবন্দরে ঢাকা থেকে আসা অপর চাইনিজ নাগরিক সিদা’র কাছে পৌছে দেয়। সিদা ব্রিফকেস নিয়ে বিমানবন্দরে প্রবেশ কালে স্ক্যান মেশিনে টাকার বিষয়টি ধরা পড়ে।
তিনি বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত বহন করা যাবে। কিন্তু তার পরিবর্তে এতোগুলো টাকা হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশ এবং র্যাবকে জানায়।
পরে র্যাব ও থানা পুলিশ গিয়ে টাকা সহ দুই চাইনিজ নাগরিক সহ আরো ৩ বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। যার মধ্যে একজন নিজেকে তাপবিদ্যুৎ কেন্দ্র প্রজেক্টের ঠিকাদার এবং একজন তাদের গাড়ি চালক বলে পরিচয় দিয়েছে।
ওসি আবদুর রহমান মুকুল আরো বলেন, সাথে থাকা বাংলাদেশীরা দাবী করেছে ‘উদ্ধার হওয়া সকল টাকাই প্রজেক্টের। শ্রমিকদের বেতন দেয়ার জন্য টাকা গুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো। এমন বক্তব্যের সত্যতা নিশ্চিত হতে তাদের প্রজেক্টের উর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে।
তারা এসে ওই টাকার মুল উৎস্যকি তার যথাযথ প্রমান দিতে পারলে আটককৃত সবাইকে ছেড়ে দেয়া হবে। আর না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে ওসি জানিয়েছেন।
Leave a Reply