শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় এক কলেজ ছাত্রীকে বৃহস্পতিবার যৌনহয়রানী করে তুলে হুমকি দেওয়ার ছাত্রী বাদী হয়ে জসিম হাওলাদারকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত জসিম হাওলাদারকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে শুক্রবার সকালে বারিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে ও মামলার তদন্ত কারি কর্মকর্তা আগৈলঝাড়া থানা এসআই মো. নাসির উদ্দি জানান, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের হিন্দু পরিবারে এক মেয়ে গৌরনদী সরকারী কলেজের অনার্স পড়-য়াছাত্রীকে কলেজে যাওয়া-আসার পথে যৌনহয়রানী করে আসছিল আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মো.জলিল হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (২৪)।
বৃহস্পতিবার ওই ছাত্রীকে তুলে নেওযার হুমকিদেয়। এর পূর্বে ছাত্রীর পরিবার থেকে একাধীকবার অভিযুক্ত জসিম হাওলাদারের পরিবারকে জানালে কোন প্রতিকার পায়নি ছাত্রী। ছাত্রীর পরিবার বিচার দেওয়াতে জসিম আরো ক্ষিপ্ত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন, যার নং-৩।
ওই মামলার আসামি জসিম হাওলাদারকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ছাত্রীর অভিযোগে মামলা নেওয়া হয়েছে ও আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেররন করা হয়।
Leave a Reply