বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে জেলা প্রশাসকের নির্দেশে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল সদর জেনারেল হাসপাতালে ভর্তি ওই বৃদ্ধর সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক। অসহায় ওই বৃদ্ধ নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মনোরঞ্জন চন্দ্র দে’র পুত্র নাম রবিন্দ্র চন্দ্র দে (৭০)।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে সমাজসেবা কার্যালয়ের জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও মহানগর প্রবেশন কর্মকর্তা শ্যামল সেন গুপ্ত এবং কাউনিয়া থানা পুলিশ দুপুরে একটি স্কুলের বারান্দা থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পরিবারের সদস্যরা এক বৃদ্ধকে ফেলে যাওয়ার ছবি এক সংবাদকর্মী জেলা প্রশাসকের ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান। এরপর তাৎক্ষনিক জেলা প্রশাসকের নির্দেশে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়।
Leave a Reply