মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে সন্দেহজনক রোগী তার শ্বশুর বাড়িতে থাকায় তাকে বাড়িতে পাওয়া যায়নি। অন্যদিকে করোনা ভাইরাস মোকাবিলায় জনসমাগম এড়াতে আজও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার সকলে নগরীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে জনসমাগমে থাকার কারণে একজনকে ১ হাজার টাকা ও নতুন বাজার এলাকায় দোকানে মূল্য তালিকা না থাকায় এক দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপন মজুমদার।
এ দিকে জনসামাগম প্রতিরোধে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় জনসামগম এড়াতে পুলিশ বেশ কয়েকজনকে কান ধরিয়ে উঠবস করায়। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া নগরীর বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। অধিকাংশ এলাকাই ছিল জনশূন্য।
Leave a Reply