রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধি॥ করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১২শ’ পরিবারের মাঝে সোমবার সকাল থেকে সরকারী মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, দিনব্যাপী ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ছয়’শ পরিবার সরকারী মূল্যে তৈল, ডাল ও চিনি ক্রয় করেন। এর আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়নের ছয়’শ পরিবার টিসিবির তৈল, ডাল ও চিনি ক্রয় করেছেন। তিনি আরও জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগে থেকেই বিতরণস্থলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা গোল বৃত্ত অঙ্কন করে রাখেন। ফলে ক্রেতারা সহজেই গোল বৃত্তের লাইনে দাঁড়িয়ে সুবিধাজনকভাবে পণ্য ক্রয় করতে পেরেছেন।
একইদিন বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর বাজারে গিয়ে দেখা গেছে সরকারের ১০টাকা কেজি দরের চাল নেয়ার জন্য সুবিধাভোগী কার্ডধারীদের দীর্ঘলাইন।
করোনা প্রতিরোধে সামাজিকদূরত্ব বজায় রেখে সুবিধাভোগী কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে ১০ টাকা কেজি দরের চাল সংগ্রহ করছেন।
এখানে ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহাদেব মুখার্জী। স্থানীয় ডিলার মোঃ হেলাল উদ্দিন জানান, ৬০১ জন সুবিধাভোগীর জন্য ৩০ কেজি করে মোট ১৮ টন ৩০ কেজি চাল তাকে বরাদ্দ দেয়া হয়েছে। গত ১৩ এপ্রিল থেকে তিনি চাল বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সোমবার দুপুরের মধ্যে প্রত্যেক সুবিধাভোগী তাদের চাল নিয়েছেন।
Leave a Reply