বরিশালে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুই সহযোগী অধ্যাপকের পুনর্বহালের দাবিতে শেবাচিম শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যে কারণে বাবরের মুক্তি এখনই নয় ক্যানসার প্রতিরোধী টিকা তৈরি করেছে রাশিয়া, বিনামূল্যে বিতরণের ঘোষণা জিয়াউল আহসানের দুর্নীতির অনুসন্ধানে দুদক আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪: স্বরাষ্ট্র উপদেষ্টা লাকুটিয়া খাল পরিস্কারের পরও জনদুর্ভোগ, উদাসীন সিটি কর্পোরেশন বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ২ দালাল আটক বরিশালে ট্রাকচাপায় মায়ের মৃত্যু, অক্ষত শিশু কন্যা অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে: অ্যাটর্নি জেনারেল




বরিশালে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

বরিশালে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মরণঘাতি করোনা আক্রান্তে প্রথম কোন রোগী শেবাচিম হাসপাতাল থেকে আজ শুক্রবার বাড়ি ফিরলেন। তার নাম সুইটি বেগম। জেলা সদরের কাশিপুর এলাকার বাসিন্দা পেশায় নার্স সকালে তিনি নিজ বাড়িতে ফিরে যান। এর আগে তার সুস্থ্যতা নিশ্চিতে নাটকী পরিস্থিতির সৃষ্টি হয়। প্রথম স্টেটে পজিটিভ আসায় পুনরায় তাকে দুই দফা স্টেটের মুখোমুখি হতে হয়।

সর্বশেষ নেগিটিভ রেজাল্ট আসায় সুস্থ্য হিসেবে বাড়ি ফেরার অনুমতি মেলে। ২৮ বয়সী এই যুবতী হাসি মুখে বাড়ি ফেরার প্রাক্কালে পূণজীবন লাভ করছে এমনটি অভিব্যক্ত প্রকাশ করেন সহকর্মীদের কাছে। করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসরা এই তথ্য দেন।

চিকিৎসকদের ধারণা, সুইটি বেগম শেবাচিম হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত থাকা অবস্থান এধরণের কোন রোগীর ধারা সংক্রমিত হয়ে করোনায় আক্রান্ত হন। গত ১৯ এপ্রিল শেবাচিমের আইসোলেশনে ভর্তি হওয়ার পর তার দেহে করোনা ভাইরাস আক্রান্তের বিষয়টি নিশ্চিত হন।

এ পর্যন্ত সুইটিসহ শেবাচিমে কর্মরত আরো ৫জনসহ ১জন মেডিকেল শিক্ষার্থী করোনায় আক্রান্তের তালিকায় রয়েছেন। এদের মধ্যে একজন সহকারী অধ্যাপক এবং ৪জন ইন্টার্নি ডাক্তার। বরিশাল জেলায় সর্বমোট ১১ জনের দেহে করোনা রোগের অস্থিত খুঁজে পাওয়া গেছে। এরমধ্যে সর্বাধিক আক্রান্ত বরিশাল সদর উপজেলায় ১১জন।

দ্বিতীয় অবস্থানে থাকা বাবুগঞ্জে ১০, গৌরনদী ও হিজলা সমসংখ্যক ৩জন, বানারীপাড়া ও মেহেন্দিগঞ্জে অনুরূপ ২জন, মুলাদী ও উজিরপুরে ১জন করে করোনা রোগী শেবাচিমে চিকিৎসা নিচ্ছেন। তবে বরিশাল শেবাচিম হাসপাতালে এখন পর্যন্ত আশপাশ জেলার মোট ৩২জন শুক্রবার পর্যন্ত করোনা উপসর্গের রোগীর আগমন ঘটে। এ পর্যন্ত ১৪জনকে চূঁড়ান্তভাবে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

অপর রোগীদের শনাক্ত করোন রেজাল্ট আসেনি। বর্তমানে ২৬জন করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকিরা নিজ বাড়িতে হোম-কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে শেবাচিমের চিকিৎসকরা রয়েছে।

হাসপাতাল সূত্রটি জানান, সর্বশেষ রোগী হিসেবে গত বৃহস্পতিবার ২৩ এপ্রিল বরিশাল শহরের সাগরদী এলাকার বাসিন্দা ৩৮বছর বয়সী এক নারী করোনা আক্রান্ত হয়ে শেবাচিমে আসেন। কিন্তু চিকিৎসকরা তার নাম প্রকাশে অস্বীকৃতি জানান সামাজিকতার কারণ দেখিয়ে। অজ্ঞত ওই ব্যক্তি যখন করোনা থেকে মুক্ত হতে শেবাচিমে তখন সুইটি বেগম সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন। তার সাথে বরিশাল সদরে দুই রোগী বাড়ি ফেরার খবর পাওয়া গেছে। কিন্তু তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সুইটি বেগম তার সহকর্মীদের জানান, করোনা ভাইরাস জেঁকে ধরলে জীবনের দারপ্রান্তে পৌছানোর আলামত অনুভাব করা যায়। তার ভাষায় এ রোগ থেকে মুক্তিকে পুনজীবন লাভের সাথে তুলনা করা যায়। তবে আত্মপ্রত্যয়ী এই সেবিকা ভীতু নয়, আবার চিকিৎসবায় ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD