সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি : স্কুলে যাতায়াতের পথে উত্যক্তকারীর হাত থেকে বাঁচতে ঢাকা গিয়েও রেহাই পেলনা বাহরাইন প্রবাসীর স্কুল পড়ুয়া কন্যা। উত্যক্তকারী বখাটে ও তার সহযোগিরা ঢাকা থেকে কৌশলে অপহরণ করেছে অস্টম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী উম্মে সাবিরাকে। অপহরনের ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।অপহৃতার মা জেলার আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের মোস্তফা সিকদারের কন্যা মৌসুমী বেগম জানান, তার স্বামী সাবেক সেনা সদস্য এবং বর্তমানে বাহরাইন প্রবাসী। তিনি নিজেও ঢাকায় একটি বেসরকারী কোম্পানীতে কর্মরত রয়েছেন। সে সুবাদে তিনি ঢাকার কদমতলী থানার পলাশপুর রেঁনেসা গলির জনৈক মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন।
তার কন্যা উম্মে সাবিরা (১৩) বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামে থেকে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়ালেখা করছে। মৌসুমী বেগম আরও জানান, সাবিরা স্কুলে যাতায়াতের পথে প্রায়ই তাকে উত্যক্তর পাশাপাশি অপহরনের হুমকি দিয়ে আসছিল একই উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আহসান তালুকদারের পুত্র পিয়াল তালুকদার।উত্যক্তর বিষয়টি সাবিরা তাকে (মৌসুমী) জানালে তিনি সাবিরাকে নিজের কাছে ঢাকার বাসায় নিয়ে যান। সেখান থেকে গত ১ এপ্রিল কৌশলে অপহরণ করে নিয়ে যায় পিয়াল ও তার সহযোগিরা। এ ঘটনায় অপহৃতার মা মৌসুমী বেগম বাদী হয়ে পিয়ালসহ চারজনকে আসামি করে কদমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার এসআই শহিদুল্লাহ মামুন জানান, তারা অপহৃতাকে উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছেন।
Leave a Reply