সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
হিজলা প্রতিনিধি:বরিশালের হিজলা উপজেলায় ইটবাহী ট্রলিচাপায় লিজা(৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর গুয়াবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লিজা গুয়াবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কবির জমাদ্দারের মেয়ে। লিজা উত্তর গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। লিজা দুর্ঘটনায় নিহত হওয়ার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হিজলা থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, শনিবার সকালে লিজা নিজ বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। পথিমধ্যে ইটবাহী একটি ট্রলির চাপায় লিজা গুরুতর আহত হয়।
পরে পথচারীরা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকেই ট্রলি চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply