রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদ॥ বন্ধুমেলা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার আয়োজনে ৫০ টি কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বরিশাল জেলায় চলছে লকডাউন এর ফলে মানুষ সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি জনসমাগম পরিহার করছে।
নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা বন্ধুমেলা জেলা প্রশাসন কে অবহিত করে তাদের অনুমতি নিয়ে। গতকাল ২২ এপ্রিল বুধবার রাতে বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে প্রতি বছরের ধারাবাহিকতা এবারো ৫০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
নগরীর বিভিন্ন এলাকার দরিদ্র খেটে খাওয়া কর্মহীন পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন বন্ধুমেলার সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ আরাফাত হোসেন, সহ-সভাপতি মোঃ শাহাজাদা হিরা, সাধারণ সম্পাদক কাজী তারিফ, সহসাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদস্য হাসান। ইফতার সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, চিড়া, চিনি, বুট ইত্যাদি তাদের নিজ নিজ বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেওয়া হয়। এসময় বন্ধুমেলার পক্ষ থেকে সরকারি বার্তা পৌঁছে দেওয়া হয় যে, সবাই ঘরে থাকবেন প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবে প্রয়োজন ব্যতীত বাহিরে বের হবেন না।
Leave a Reply