শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি॥ নদী ভাঙ্গন এলাকায় অবৈধভাবে নদীর তীরের মাটি কাটা এবং নদীতে বালি উত্তোলন করা সম্পূর্ণ নিষেধ থাকলেও, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে প্রতিদিনই নদীর তীরের মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিক।
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের মেঘনা বাজারের নদীর তীরে ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় গিয়ে দেখা যায় , ওপারে বড়জালিয়ার চরে নদীর তীরের মাটি কেটে একটির পর একটি ট্রলার বোঝাই করে ইটভাটায় নিয়ে যাচ্ছে। তারা মাটি কাটার কাজটি খুব সকালবেলাতেই করে থাকে। অনেকের কাছে জানতে চাইলে কেউ মুখ খুলতে চায়নি কোনো এক অজানা ভয়ে।
পরে নাম প্রকাশ না করার শর্তে একজন জানায় এই মাটি ইয়ামিন মুন্সীর ইটভাটার নেয়া হয়। নদীর তীরের মাটি কাটার আইনে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তারপরও নিজের ক্ষমতা খাটিয়ে নদীর তীরের মাটি গিলে খাচ্ছে ইটভাটার মালিক। ইটভাটার মালিক ইয়ামিন মুন্সীর সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply