রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে রোহিঙ্গা নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বিকালে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিন রঘুনাথপুর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, মো. সুমন (৩২) এবং নুর তাজ (১৮)। সুমনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাসুদিপাড়া। ঢাকার মতিঝিল এলাকায় এক ট্রাভেল এজেন্সিতে চাকরির পাশাপাশি পাসপোর্ট, জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র তৈরির দালালি করে থাকে। আর রোহিঙ্গা নারী নুর তাজ দীর্ঘদিন ধরে ঢাকার সবুজবাগে বসবাস করে আসছেন।
তাদের কাছ থেকে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, একটি ভুয়া জন্ম নিবন্ধন সনদ, একটি পাসপোর্টের আবেদন ফরম এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার নুর তাজ কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে তার সহযোগী পাসপোর্টের দালাল সুমনের সহায়তায় নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট তৈরির আবেদন করেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রমের প্রক্রিয়া চলছে।
Leave a Reply