শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কাঠিরা গ্রামের কালী মন্দিরে যাতায়াত ও বিশ্বাস বাড়িসহ ২০ থেকে ২৫ পরিবারের চলাচলের জন্য রাস্তা নেই প্রায় শতবছর ধরে। এতে তারা চরম দুর্ভোগে রয়েছেন। এলাকাবাসীর দাবি, অচিরে যাতে মাটির রাস্তাটি নির্মাণ হয়। এতে এলাকার মানুষ জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার ৪নং গৈলা ইউনিয়ন পরিষদের ২নং কাঠিরা ওয়ার্ডের কাঠিরা গ্রামের কাঠিরা মাধ্যমিক বিদ্যালয় থেকে কালী মন্দির হয়ে শিক্ষক সর্বান্দ বিশ্বাসের বাড়ি পর্যন্ত চলাচলের রাস্তা না থাকায় ২০ থেকে ২৫টি পরিবার চরম দুর্ভোগে রয়েছে।
এলাকার রিচার্ড বিশ্বাস বলেন, আগৈলঝাড়া উপজেলার কাঠিরা বিশ্বাস বাড়ি একটি ঐতিহ্যাবাহী বাড়ি। পাড়ার জনগণের চলাচলের জন্য কোনো রাস্তা নেই। বর্ষা আসলে আমাদের চলাচলে যেমন সমস্য তেমন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দুর্ভোগ পহাতে হয়।
গৈলা ইউনিয়ন পরিষদের ২নং কাঠিরা ওয়ার্ডের মেম্বর সুদিন অধিকারী এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চিন্ময় বাড়ৈ বলেন, জনস্বার্থে রাস্তাটি নির্মাণ করা জরুরি। এতে এলাকার অনেক মানুষের উপকার হবে।
Leave a Reply