বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যারা যার বাসায় নামাজ পড়ার জন্য বরিশাল নগরীর মসজিদেগুলোতে মাইকিং করে জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদে এ ঘোষণা দেওয়া হয়।
করোনা ভাইরাসের কারনে বাংলাদেশ সরকারীর নির্দেশনা অনুযায়ী এখন থেকে মসজিদে আজান হবে কিন্তু নামাজ যার যার বাসায় আদায় করলে ভালো হয়।
অন্যদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণরোধকল্পে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণ ব্যতীত অন্য সকল মুসুল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামায়াতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেয়া যাচ্ছে।
এতে আরও বলা হয়, মসজিদে জামায়াত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচ ওয়াক্তের নামাজে অনধিক ৫ জন এবং জুমার জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। জনস্বার্থে বাহিরের মুসল্লি মসজিদের ভিতরে জামায়াতে অংশগ্রহণ করতে পারবেন না।
Leave a Reply