বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকা থেকে কাঁচামাল ব্যবসায়ী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ীর নাম আজিজুল ইসলাম(২০)। সে বরিশাল জেলার মুলাদী থানার ছোট লক্ষীপুরের সুলতান হাওলাদারের পুত্র ও ফতুল্লা থানার পাগলা নয়ামাটির উজ্জলের বাড়ীর ভাড়াটিয়া।
শুক্রবার (২৪ জুন) দুপুরে ফতুল্লা মডেল থানায় নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ী আজিজুল ইসলামের বড় ভাই মো. মান্নান বাদী হয়ে একটি সাধারন ডায়েরী (জিডি) করেন।
জিডিতে উল্লেখ্য করেন, তার ছোট ভাই আজিজুল ইসলাম পাগলা দেলপাড়া এলাকায় ভ্যানগাড়ীতে করে কাঁচামাল বিক্রি করতেন। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১০ টার দিকে নিখোঁজ আজিজুল ইসলাম তার ব্যবহৃত মোবাইল ফোন (নং ০১৭০৯৩০৮৫৭৯) থেকে বাদীকে ফোন করে জানায় যে, অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসীর মতো লোক তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে করে দেলপাড়া এলাকার একটি গলিতে নিয়া যাচ্ছে। ফোনে বিষয়টি সে জানতে পেরে সাথে সাথে দেলপাড়া এলাকায় গিয়ে টাওয়ারপাড় মেইনরোড থেকে নিখোঁজ ভাইয়ের কাঁচামাল ভর্তি ভ্যানগাড়িটি দেখতে পায়। কিন্ত তার ভাইকে সে স্থানে পাওয়া যায়নি। পরবর্তীতে মোবাইল ফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (ফোর) জানায়, তদন্ত করা হচ্ছে। নিখোঁজ কাঁচামাল ব্যবসায়ীকে উদ্ধারসহ নিখোঁজ হওয়ার রহস্য খুঁজে বের করা হচ্ছে।
Leave a Reply