শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ পূর্বাহ্ন
পাথরঘাটা প্রতিনিধি॥ বরগুনা জেলা পরিষদের ১৩ নং ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনে জেলা ও পাথরঘাটা উপজেলা নির্বাচন কমিশান অফিস থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২ জন ফরম জমা দিয়েছেন। তারা হলেন, কাঁঠালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার আহমেদ পনু ও কালমেঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নিজাম উদ্দিন তালুকদার।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ফরম জমা দেয়ার শেষ দিন পর্যন্ত মাত্র দুজন মনোনয়ন ফরম জমা দিয়েছে বলে জানা গেছে।
বরগুনা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরগুনা জেলা নির্বাচন অফিস থেকে দুজন মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তারা হলেন, কাঠালতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেছার আহমেদ পনু ও এম.কে স্কুলের প্রতিষ্ঠাতা নিয়াজ মোর্শেদ।
পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন মোট তিনজন, তারা হলেন, কালমেঘা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য নিজাম উদ্দিন তালুকদার এবং আরিফুর রহমান ও মান্নান আখন্দ।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে ও আগামী ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। বরগুনা জেলা পরিষদের ১৩ নং ওয়ার্ডের সদস্য সগির শরিফ মারা যাওয়ায় উক্ত পদটি খালি হয়।
Leave a Reply