শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক//বরগুনায় একটি হত্যা মামলায় বরগুনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বরগুনা শহর যুবলীগের সভাপতি গোলাম আহাদ সোহাগের জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এম. জাহিদ হাসান এর আদালতে স্বেচ্ছায় হাজির হলে তিনি এ আদেশ দিয়েছেন। এর আগে ওই চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাই কোর্ট বিভাগ থেকে ১২ সেপ্টেম্বর চার সপ্তাহের আগাম জামিন পায়।
মামলা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন হেউলিবুনিয়া গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী রাশেদা বেগম বরগুনা থানায় ১৫ আগষ্ট সদর ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগসহ ১২ জনকে আসমী করে এমটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী উল্লেখ করেন, চেয়ারম্যানের হুকুমে তার ছেলে আল-আমিনকে ১২ আগষ্ট সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় আসামী জাহাঙ্গীর তার বাসা হতে ডেকে নিয়ে সকল আসামীরা একত্র হয়ে আসামী মিজানের হেউলিবুনিয়া ব্রীজের পাশে রিক্সার গ্রেজের মধ্যে ঢুকিয়ে প্রথমে আল আমিনের দুই চোখে মরিচের গুড়ো দিয়ে চাকু দিয়ে দুই চোখ চোখ উপড়ে ফেলে। পরে আসামীরা দাও ছেনা লোহার রড় ও রামদার পিট দিয়ে আল আমিনের হাত পা ভেঙ্গে দেয়। মুমূর্ষ অবস্থায় আল আমিনকে বরগুনা জেনারেল হাসপাতাল হতে বরিশাল নেয়ার পর ১৩ আগষ্ট চিকিৎসাধীন অবস্থান মারা যায়।
বাদী রাশেদা বেগম বলেন, নারগিস নামের একটি মেয়ের সঙ্গে ওই চেয়ারম্যানের অবৈধ সম্পর্ক ছিল। আমার ছেলে তা দেখেছে। এ কারনে প্রভাব শালী চেয়ারম্যান গোলাম আহাদ সোহাগ প্রতিশোধ পরায়ন হয়ে তার লোকজন দিয়ে আমার ছেলে আল আমিনকে তার ঘর থেকে তুলে এনে চোখ তুলে পিটিয়ে হত্যা করে। আসামী সোহাগ বলেন, আমার প্রতিপক্ষরা আমাকে মিথ্যা মামলায় জড়িত করেছে।
উল্লেখ্য, আল-আমীন হত্যা মামলায় বাকি আসমীরা গত ৪ অক্টোবর ৮ জন হাজির হলে বরগুনার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদলত তাদেরকে জেলে হাজতে প্রেরন করেন। বর্তমানে ১২ জন আসামীর ১০ জন জেল হাজতে রয়েছে।
Leave a Reply