বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষি ও কৃষক বান্ধব সরকার।
কৃষি ও কৃষকের ভাগ্যেন্নয়নে সরকার সুদূর প্রসারী বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করে চলছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওলিউল আলম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানা পারভীন,খাদ্য গুদাম কর্মকর্তা কমল কান্তি অধিকারী,উপজেলা কৃষকলীগ আহবায়ক এম এ ওহাব,
এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটি এম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বেপারী,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। প্রসঙ্গত বানারীপাড়া উপজেলায় কৃষকদের কাছ থেকে ১৬৮ মে.টন বোরো ধান সংগ্রহ করা হবে।
Leave a Reply