সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
সাকিবুল হৃদয় ॥ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সঠিকভাবে পরিচর্যা করাটাও অত্যন্ত জরুরি। শিশু আর পথশিশু শব্দ দুটোকে আলাদা মনে হলেও শিশু-পথশিশু কিন্তু একই। শিশু তো শিশুই। এর কোনো ভেদাভেদ নেই। রাস্তায় জীবনযাপন করার কারণে তারা পরিচিতি পায় পথশিশু হিসেবে। আকাশ বরিশাল শহরের বেলর্স পার্ক ,মুক্তিযোদ্ধা পার্ক এিশ গোডাউন সহ বিভিন্ন স্থানে ফুল বিক্রি করে বেড়ায় বেশিভাগ সময় তাকে বেলর্স পার্কে দেখা যায়। ওর সম্পর্কে একটু জানার চেষ্টা করার জন্য দীর্ঘ সময় বেলর্স পার্কে অপেক্ষা করলাম অবশেষে ওর দেখা পেলাম।
জানতে চাইলাম ওর সম্পর্কে নবগ্রাম রোডের খুবই গরীব পরিবারের ছেলে। বর্তমানে নগরীর পশ্চিম কাউনিয়ার খান বাড়ীর ভাড়া বাসায় থাকে এবং খান বাড়ির ভিতরে আনন্দ নামে একটি স্কুলে চতুর্থ শ্রেনীতে পড়াশুনা করে। বাবা উত্তম গরামী কর্মে রাজমিস্ত্রি হলেও একদিন কাজ করলে দেখা যায় অনেক দিন বাসায় অলস সময় কাটায় ,মা অসুস্থ রাধা রানী বাজার থেকে কাপড়ের শপিং ব্যাগ সংগ্রহ করে বিভিন্ন রকমের ফুল বানিয়ে ছেলেকে দেয় সেই ফুল বিশ টাকা মূল্যে নগরীর বেলর্স পার্ক ,মুক্তিযোদ্ধা পার্ক এিশ গোডাউন সহ বিভিন্ন স্থানে বিক্রি করে বেড়ায়।
ওই ফুল বিক্রি টাকা দিয়ে সংসারের খরচ চালায় এবং মায়ের ঔষদ ও চলে ঔ টাকায় । সকাল ৯.০০ থেকে বেলা ১২.০০ পর্যন্ত ক্লাস করে ফুল নিয়ে চলে যায় ওর গন্তব্য স্থানে। । বিভিন্ন সূএে জানা যায় কেউ যদি আকাশ কে বলে ফুল নিবো না এই বিশ টাকা এমনিতে নেও আকাশ ওই টাকা নেয় না ,এমনকি কেউ কিছু খেতে বললে তাও খায় না । সরজমিনে গিয়ে দেখা যায় আকাশ এর বয়সি বা তার কম বয়সি বেশি বয়সি অনেক শিশু বেলর্স পার্ক ,মুক্তিযোদ্ধা পার্ক এিশ গোডাউনে হাত পেতে ভিক্ষা করছে ।
পথেঘাটে বা রাস্তায় বেড়ে ওঠা শিশুদেরই পথশিশু বলে অভিহিত করা হয়। পথ শিশুদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কচি, কমল মুখগুলো পরিচিত হয় নতুন অনেক অভিজ্ঞতার সঙ্গে। ওদের ভিতর কঠিন বাস্তবতা এমনভাবে জায়গা করে নেয়। ওরাই একসময় হয়ে যায় নেশাখোর, ছিনতাইকারী, টোকাই অথবা আকাশের মতো ফুল বিক্রেতা। এদের জন্মটা ঘটা করে পরিবারকে আনন্দ দেয় না। এদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্নটা বাড়ে হয়তো কিন্তু সে ভাবনায় কোথাও আকাশ কুসুম কল্পনা থাকে না।
ওদের স্বপ্নই ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকা। অন্য শিশুরা যখন পরিবারের আদর নিয়ে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত থাকে ঠিক তখনি পথশিশুরা তার ফেরি করে নিয়ে বেড়ানো খাবার কিংবা খেলনা, ফুল কেউ কিনুক সেটি নিয়েই ব্যস্ত থাকে। ওদের স্বপ্ন থাকে পেটপুরে খাওয়া। বরিশালসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার পথশিশু রয়েছে। রাস্তাঘাট, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশন, বাস টার্মিনাল, অফিস চত্বর, পার্ক ও খোলা আকাশের নিচে তাদের বাস। বড় অসহায় তারা। শিশুদের মানসিক বিকাশ পাওয়ার জন্য যা যা দরকার এই পথশিশু গুলো সবকিছু থেকে বঞ্চিত। পায় না ভালো আচরণও। ওদের মাঝে খুব রুক্ষতা ফুটে উঠলেও আছে ভালোবাসা।
Leave a Reply