সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহীর সঞ্চালনায় মোমবাতি প্রজ্জলন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন সিফাত, মার্কেটিং বিভাগের লোকমান হোসেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আলিসা মুনতাজ প্রমুখ।
আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনাকে বর্বরোচিত ও পাশবিক আখ্যা দিয়ে শিক্ষার্থীরা বলেন, নিরপরাধ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা একটি সভ্য দেশে কোনোভাবেই কাম্য নয়। এমন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।প্রসঙ্গত, গত ৬ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের শিকার হন। বুয়েটের শেরেবাংলা হলে তাকে নির্মমভাবে হত্যা করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ফাহাদ তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
Leave a Reply