শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পৌরসভা নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। মনোনয়ন ও ভোট টানতে এরইমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগ ও অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরা। তবে মাঠে দেখা যাচ্ছে না পৌর জাতীয় পার্টির কোনো প্রার্থী কিংবা নেতা-কর্মীকে।
সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের আধ ডজন মনোনয়ন প্রত্যাশী দিন-রাত জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। পাশাপশি যাদের সম্ভাবনা বেশি তারা এরইমধ্যে নানা প্রতিশ্রুতি নিয়ে পৌর এলাকার ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে মাঠে দেখা যায়নি পৌর জাতীয় পার্টির কাউকে।
টাঙ্গাইল পৌরসভার বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে। মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করার নিয়ম রয়েছে। এ কারণে দৌড়ঝাঁপ শুরু করেছে আওয়ামী লীগ। তবে মাঠে না থাকায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়ে দ্বিধান্বিত ভোটাররা।
শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রকিবুল হাসান মবীন জানান, পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে কেন্দ্রীয় কোনো নির্দেশনা এখনো আসেনি। নির্দেশনা এলে নির্বাচনের প্রস্তুতি নেয়া হবে।
টাঙ্গাইল শহর জাতীয় পার্টির সভাপতি আহসান খান আছু জানান, টাঙ্গাইল পৌর এলাকায় জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ড চলমান। পৌরসভা নির্বাচনে কেন্দ্রীয় কমিটি থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক পৌর জাতীয় পার্টির পক্ষ থেকে তাকে পূর্ণ সমর্থন দেয়া হবে।
Leave a Reply