রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:আন্তর্জাতিক নারী দিবসে পুরুষের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন, কেন পুরুষরা সবসময় মহিলাদের স্তন নিয়ে আগ্রহী? তাদের নজরই বা কেন নারীর স্তনের দিকে থাকে।
মূলত একটি ইনস্টাগ্রাম পোস্টে কিছু নেটিজেনের বাজে মন্তব্যের জবাবে এই প্রশ্ন ছুঁড়ে দেন স্বস্তিকা। সম্প্রতি তিনি নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ওই ছবিতে তার স্তনের আকার নিয়ে অনেকেই বাজে মন্তব্য করেন।
ওই মন্তব্যের জেরে আজ আন্তর্জাতিক নারী দিবসে তাদের সমালোচনা করে টুইটারে স্বস্তিকা লেখেন, মহিলাদের সবসময় পিকচার পারফেক্ট থাকতে হবে। তাদের ঠোঁট, স্তন, কোমর, নিতম্বের আকার যথাযথ হতে হবে। যদি এর একটাও না থাকে, তবে সার্জারি করতে যাও, সেটা ঠিক করে নিয়ে এস। আর তা না হলে ট্রোলড হও। কী প্রহসন!
ইনস্টগ্রামে স্বস্তিকার ছবিতে একজন মন্তব্য করেন তাঁর স্তনের আকার কেন ঠিক নয়? এর জবাবে তিনি বলেন, অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন মা। বছরের পর বছর স্তন্যপান করিয়েছেন তিনি। তাও পাম্পিং করে নয়। স্বাভাবিকভাবেই। তারই প্রভাব আজ তাঁর শরীরে ধরা পড়েছে। মা হিসেবে তিনি গর্বিত।
Leave a Reply