রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২৯টি মামলায় ৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছেন। আজ রোববার (১১ জুলাই) লকডাউনের ১১ তম দিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি।
আজ ভ্রাম্যমাণ আদালতে ১১টি মামলায় ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। অন্যদিকে গত শুক্রবার ও শনিবার ১৭টি মামলায় ৫ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং কাউখালী থানা পুলিশ। লকডাউনের ১১তম দিনে আজও কঠোর লকডাউন পালিত হয়েছে। সরকারি বিধি নিষেধ অমান্য করে বাহিরে ঘোরাঘুরি করার চেষ্টা করলে তাদেরকে প্রশাসনের নজরে আনার মাধ্যমে আইনের আওতায় আনেন উপজেলা প্রশাসন।
এছাড়া আজও অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। বেশিরভাগ রাস্তাঘাট ছিল জনশূন্য।উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশিরভাগ সময় সতর্ক মূলক অবস্থানে ছিল। পাশাপাশি উপজেলা প্রশাসনের মাস্ক বিতরণ অব্যাহত ছিল। লকডাউনে থাকা গৃহবন্দী মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দুস্থদের চাহিদা অনুযায়ী প্রদান করেন উপজেলা প্রশাসন।
Leave a Reply