সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুর সদর উপজেলার উত্তর রানীপুর গ্রাম। ব্যাটারীচালিত অটো চালিয়ে চলতো পাঁচজনের সংসার। পার্শ্ববর্তী একটি বর্গা জমিতে সবজি চাষ করে পরিবারের খাদ্যের কিছুটা চাহিদা মিটতো। মো. রহমান মুন্সীর জায়গা বর্গা নিয়েছিলেন উত্তর রানীপুর এলাকার আ. জলিল শেখের ছেলে আরিফ শেখ। সেই ক্ষেত থেকেই ১৪৭টি গাঁজা গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।
জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্রে জানা যায়, মাদক উদ্ধার অভিযানের আওতায় রোববার দুপুরে উত্তর রানীপুর এলাকায় অভিযান চালিয়ে উত্তর রানীপুর এলাকার আ. জলিল শেখের ছেলে আরিফ শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী আরিফ শেখের মা হোসনেয়ারা বেগম বলেন, আমার একটি মাত্র ছেলে। এই ছেলের আয়ে আমার পরিবারের ভরণ পোষণ চলতো। হঠাৎ করে কি মনে করে ছেলে এমন চিন্তা মাথায় ঢুকিয়েছে আমি জানি না।
জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) এর এসআই দেলোয়ার হোসেন জসিম বলেন, আরিফ শেখকে জিজ্ঞাসাবাদের পর সে গাঁজা ব্যবসা করে এবং চাষ করে বলে জানায়। তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply