সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দ্বিতীয় বিয়েতে রাজি না হওয়ায় এক গৃহবধূর চার বছর বয়সী ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ওই শিশুর নাম তামজিদ হোসেন।অপহৃত শিশুটির মা তমা বেগম জানান, তার স্বামী শিশুপুত্র তামজিদসহ তাকে ফেলে রেখে চলে যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে তিনি উপজেলার দক্ষিণ শিয়ালকাঠির বাবার বাড়িতে বসবাস করে আসছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জাহাঙ্গীর আকন নামের এক ব্যক্তি স্থানীয় ঘটক শাহজাহান শরীফকে নিয়ে তার বাড়িতে তাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। বিয়েতে রাজি না হওয়ায় জাহাঙ্গীর আকন কৌশলে তার ছেলেকে অপহরণ করে নিয়ে যায়।
ওই দিন তামজিদ দুপুরের দিকে তার খালাতো ভাই তাওহীদের সঙ্গে অশোক স্বর্ণকারের বাড়িতে পূজা দেখতে গেলে এসময়ে জাহাঙ্গীর আকন তার পুত্রকে অপহরণ করে নিয়ে যায়। রাতে জাহাঙ্গীর আকন মোবাইল ফোনে তমা বেগমকে জানায়, চট্টগ্রামে গিয়ে তাকে বিয়ে করলে ছেলেকে ফেরত পাবে। জাহাঙ্গীর আকনের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। আর ওই গৃহবধূ উপজেলার দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের জয়নাল মাতুব্বরের স্ত্রী।
ভাণ্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, এ ব্যাপারে শিশুটির মা শুক্রবার ভাণ্ডারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অপহৃত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply