শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের স্বরূপকাঠিতে জমে উঠেছে তরমুজের ভাসমান হাট। প্রতি হাটে এক থেকে দেড়কোটি কোটি টাকার তরমুজ বেচাকেনা হয় এ হাটে।উপজেলার মিয়ারহাট খালের মধ্যে মৌসুমে প্রতি সপ্তাহের সোম ও বৃস্পতিবার বসে এ এ নয়ানাভিরাম হাট।
কৃষকরা বরছেন, পিরোজপুর ও আশেপাশের কয়েকটি জেলার তরমুজ ব্যবসায়ীরা এ হাটে তরমুজ বিক্রি জন্য নিয়ে আসেন। তারা বিভিন্ন ট্রলার ও নৌকার সাহায্যে হাটে দোকান বসান। এ হাট থেকে তরমুজ কিনে পাইকাররা দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। প্রতি হাটে অন্তত ১ থেকে দেড় কোটি টাকার তরমুজ বিক্রি হয়।
Leave a Reply