মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও খালের অস্বাভাবিক জোয়ারের তোড়ে উপজেলার মিরুখালী-ভগীরথপুর পাকা সড়ক ধসে গেছে। এতে মিরুখালী ইউনিয়ন বাজারের সাথে ভগীরথপুর হয়ে ভাণ্ডারিয়া, চরখালী সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার দিনগত রাতে পাকা সড়কটি দেবে এ চলাচলে জনদুর্ভোগের সৃষ্টি করে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে অবিরাম বর্ষণে ও খালের অস্বাভাবিক জোয়ারের চাপে উপজেলার মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভগীরথপুর পাকা সড়ক দেবে নালার সৃষ্টি করে।
মিরুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সোবাহান শরীফ জানান, চলতি বর্ষা মৌসুমে অবিরাম বর্ষণে সড়কটি দেবে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাময়িক সচল করতে ইউনিয়ন পরিষদ হতে শুক্রবার দেবে যাওয়া স্থানে মাটি বালু ও ইট দিয়ে সাময়িক মেরামতের কাজ চালানো হচ্ছে। তবে সড়কটি দ্রুত সেখানে মেরামত করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে সড়ক সচল করতে সাময়িক মেরামতে উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পাকা সড়কটি এলজিইডির আওতায়। উপজেলা প্রকৌশলীকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
Leave a Reply