বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমাদান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। সোমবার (২৯ ডিসেম্বর) একদিনেই বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র মিলিয়ে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, বেলা ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন মনোনয়নপত্র দাখিল করেন। দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান তার মনোনয়নপত্র জমা দেন। উভয় ক্ষেত্রেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী ছেরনিয়াবাত সেকেন্দার আলী মনোনয়নপত্র জমা দেন। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানান, মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
অন্যদিকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুর ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা লিখন বণিক।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী রাসেল সরদার মেহেদী বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিযোগিতা শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী দিনে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply