শুক্রবার, ৩০ মে ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রস্তুতি গ্রহণ করেছে। বুধবার দুপুর ২টায় বিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
সভায় কমিশনার বলেন, ঈদ উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। যাত্রীসেবা, যানজট নিরসন, সঠিক ভাড়ার নিশ্চয়তা, পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখা, অজ্ঞান পার্টির হাত থেকে রক্ষা, সিসিটিভির কার্যকর ব্যবহার, জাল টাকা শনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নি নির্বাপন ব্যবস্থা, মেডিকেল সাপোর্ট, ব্যাংকিং সুবিধা এবং ঈদের জামায়াত নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবহন সেক্টর এবং পশুর হাট ঘিরে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এমন কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশনস) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (উত্তর/সদর দপ্তর/ডিবি) সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ চার থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার সকলকে সহযোগিতা করার আহ্বান জানান এবং বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদা প্রস্তুত।
Leave a Reply