শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘুর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ ও চেক প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে টিন বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসেনর সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।
এসময় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ১১৭ বান্ডিল ঢেউ টিন এবং প্রতিজনকে দুই হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় এমপির সহধর্মিণী ও আলহাজ্ব জালাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফাতিমা আক্তার রেখা, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান, রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন আবু, এমপির ব্যক্তিগত সহকারী তরিকুল মৃধা, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।
Leave a Reply