বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাগরে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে চার জেলে আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার মৌডুবি ইউপি সংলগ্ন চরতুফানিয়া এঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই উপজেলার ছোটবাইশদিয়া ইউপির ছোটবাইশদিয়া গ্রামের রফিক প্যাদার ছেলে মেহেদি প্যাদা, কালাম মৃধার ছেলে নাশির মৃধা, একই ইউপির হরিদ্রাখালী গ্রামের জয়নাল সরদারের ছেলে ওয়াসিম ও হানিফ মুন্সির ছেলে সোহরাব মুন্সি।
জানা গেছে, মধ্যরাতে সাগর থেকে মাছ আহরণ শেষে প্রবল বৃষ্টির কারণে চরতুফানিয়া তীরে অবস্থান করছিলেন চার জেলে। ওই সময় বজ্রপাতে তারা আহত হন। রোববার সকালে আরেকটি জেলে ট্রলার দিয়ে তাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. মো. মনিরুল ইসলাম বলেন, একই পরিবারের তিন সদস্য ও অন্য পরিবারের একজন বজ্রপাতে আহত হয়েছেন। তারা মোটামুটি সুস্থ আছেন। তবে একজনের কানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীতে পাঠানো হয়েছে।
Leave a Reply