সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকায় রওয়ানা দেওয়া দম্পতিকে ফেরত পাঠালেন ইউএনও শেখ আবদুল্লাহ সাদীদ। সোমবার রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাটে।
জানা গেছে, উপজেলার লেবুখালী ফেরিঘাট হয়ে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও পিকআপে যাত্রী পরিবহনের খবর পেয়ে গভীর রাতে অভিযান চালান ইউএনও শেখ আবদুল সাদীদ। এ সময় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে লেবুখালী ফেরিতে ওঠার সময় হার্টের রোগী পরিচয়ে যাওয়ার চেষ্টা করেন চালক।
কথার ভঙ্গিতে সন্দেহ হলে বাস্তবতা যাচাইয়ে জানা যায়, ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তারা। লকডাউনে ঢাকা যাওয়ার বিকল্প কোনো পথ না পেয়ে নিজের স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পরবর্তীতে উল্টো পথে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে ফের শ্বশুরবাড়িতে ফিরে যেতে হয়েছে তাদের।
ইউএনও শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে নানা কৌশলে গভীর রাতে অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন বাহনে দুমকিসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যাত্রী পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি অ্যাম্বুলেন্স চেক করলে ভেতরে এক প্রবাসী নিজের সুস্থ স্ত্রীকে হার্টের রোগী সাজিয়ে আমাদের চোখ ফাঁকি দিয়ে ঢাকা যেতে চেয়েছিলেন। পরে তাদের যেখান থেকে এসেছেন সেখানেই পাঠানো হয়েছে।
Leave a Reply