বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে দুই সমকামী কিশোরীকে আটক করেছে র্যাব। বুধবার সকালে সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক এক কিশোরীর বাড়ি জেলার বাউফল উপজেলায় ও অপরজনের বাড়ি গলাচিপায়। এরমধ্যে একজন দশম শ্রেণির ছাত্রী আরেকজন এসএসসি পরীক্ষার্থী।
র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছরের প্রথম দিকে ফেসবুকে বাউফলের কিশোরীর সঙ্গে গলাচিপার কিশোরীর পরিচয় হয়। এরপর দুজনের ম্যাসেঞ্জারে যোগাযোগ হয়। একপর্যায়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে। এরইমধ্যে বেশ কয়েকবার সরাসরি দেখাও হয়েছে তাদের। অপ্রাপ্তবয়স্ক হলেও তারা পালিয়ে বিয়ে করেছে বলে র্যাবের জিজ্ঞাবাদে স্বীকার করেছে।
এদিকে, ২২ অক্টোবর থানায় একটি জিডি করে বাউফলের কিশোরীর পরিবার। জিডিতে বলা হয়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের মেয়েকে জোর করে তুলে নিয়েছে গলাচিপার কিশোরী। বাউফলের কিশোরীর পরিবারের লোকজন র্যাবের সহযোগিতা চান।
পরে বুধবার সকালে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরীকে আটক করে বাউফল থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা করেন বাউফলের কিশোরীর বাবা।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কিশোরী হলেও ওই দুইজন বিয়ে করেছে । এছাড়া তারা একে-অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে বলে পুলিশকে জানিয়েছে।
পটুয়াখালীতে দুই সমকামী কিশোরীকে আটক করেছে র্যাব। বুধবার সকালে সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক এক কিশোরীর বাড়ি জেলার বাউফল উপজেলায় ও অপরজনের বাড়ি গলাচিপায়। এরমধ্যে একজন দশম শ্রেণির ছাত্রী আরেকজন এসএসসি পরীক্ষার্থী।
র্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চলতি বছরের প্রথম দিকে ফেসবুকে বাউফলের কিশোরীর সঙ্গে গলাচিপার কিশোরীর পরিচয় হয়। এরপর দুজনের ম্যাসেঞ্জারে যোগাযোগ হয়। একপর্যায়ে তাদের সম্পর্ক গড়ে ওঠে। এরইমধ্যে বেশ কয়েকবার সরাসরি দেখাও হয়েছে তাদের। অপ্রাপ্তবয়স্ক হলেও তারা পালিয়ে বিয়ে করেছে বলে র্যাবের জিজ্ঞাবাদে স্বীকার করেছে।
এদিকে, ২২ অক্টোবর থানায় একটি জিডি করে বাউফলের কিশোরীর পরিবার। জিডিতে বলা হয়, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের মেয়েকে জোর করে তুলে নিয়েছে গলাচিপার কিশোরী। বাউফলের কিশোরীর পরিবারের লোকজন র্যাবের সহযোগিতা চান।
পরে বুধবার সকালে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরীকে আটক করে বাউফল থানায় হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা করেন বাউফলের কিশোরীর বাবা।
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, কিশোরী হলেও ওই দুইজন বিয়ে করেছে । এছাড়া তারা একে-অপরকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে বলে পুলিশকে জানিয়েছে।
Leave a Reply