সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২২ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে অভিযান চালিয়ে ৬টি পাখি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকা থেকে ২ টি চরুই ও ৪ টি ঘুঘু উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী এনিমেল লাভার নামে একটি সংগঠনের সদস্যরা বন বিভাগের সহযোগিতায় এসব পাখি উদ্ধার করেছে। পরে বিভাগীয় বন কর্মকর্তার বাসভবনের সামনে পাখিগুলো উন্মুক্ত করা হয়।
প্রাণী কল্যাণ সংগঠন পটুয়াখালী এনিমেল লাভার চেয়ারম্যান নওশিন আফরোজ বলেন, আজ দুপুরে আমরা অভিযান চালিয়ে শহরের নিউমার্কেট এলাকায় এ্যকুরিয়াম মাছ ও পাখিঘর থেকে ২ টা চরুই ও ২ঘুঘু পাখি উদ্ধার করি।
এছাড়া নিউমার্কেটের নার্সারী থেকে ২টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়েছে। শিকারির কাছ থেকে কিনে তারা পাখিগুলো দোকানে বিক্রি করতো। অভিযানে সংগঠনের আব্দুল্লাহ আল নাইম ও মুসা অংশ নেয়।
পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত পাখিগুলো মুক্ত করা হয়েছে। যারা পাখি বিক্রি করে তাদের সাবধান করা হয়েছে। এর আগে, গত ৭ মে ২০ টি পাখি উদ্ধার করে সংগঠনটি।
Leave a Reply