বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নবজাতকের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
নবজাতকের মা ইতি বেগম (২২) ও বাবা সাব্বির সিকদার বাউফল পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ২টার দিকে প্রসববেদনা নিয়ে ইতি বেগমকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, জরুরি বিভাগে তখন কোনো চিকিৎসক বা সহায়ক কর্মচারী উপস্থিত ছিলেন না। রোগী পরিবহনের জন্য ট্রলি বা সহায়তা না থাকায় স্বজনদেরই তাকে উপরের তলায় নিয়ে যেতে হয়।
পরিবারের অভিযোগ, ভর্তি হওয়ার পর সারারাত ইতি বেগমের অতিরিক্ত রক্তক্ষরণ হলেও নার্সরা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে জানাননি। চিকিৎসা ছাড়াই দীর্ঘ সময় পার হওয়ার পর সকালে ডেলিভারি করানো হলে নবজাতক মৃত অবস্থায় জন্ম নেয়।
এ ঘটনায় নবজাতকের বাবা সাব্বির সিকদার বলেন, “রাতেই যদি ডাক্তার ডাকা হতো, তাহলে হয়তো আমার সন্তান বেঁচে যেত।”
রাতে দায়িত্বে থাকা চিকিৎসক ফাতেমা বেগম যুথী বলেন, “রাতে কোনো রোগী আসার বিষয়ে আমাকে কেউ জানায়নি। সকালে জানতে পেরে রোগী ভর্তি করে পরীক্ষা করালে দেখা যায়, নবজাতক আর জীবিত নেই।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি বলেন, “রাতে চিকিৎসকরা কল অন ডিউটিতে থাকেন। জরুরি রোগী এলে কল করলে চিকিৎসক উপস্থিত হন।”
এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
Leave a Reply