বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি॥ গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় শিখা (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিখা কাকড়াবুনিয়া গ্রামের বিকাশ গোলদারের স্ত্রী ও একই ইউনিয়নের বাটামারা গ্রামের সুমন্ত রায়ের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত শিখা মানসিক ভারসাম্যহীন ছিল। সে ডিগ্রী শেষ বর্ষের পরীক্ষার্থী। এর আগেও কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। সন্ধ্যায় তার স্বামী বাজার থেকে এসে শিখাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের গাব গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় শিখাকে দেখতে পায়। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে শিখাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিখার বাবা সুমন্ত রায় জানান, তার মেয়ে এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে বাবার রাড়িতে থাকাকালে আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায়।
ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত ওই গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও সে পিত্রালয়ে আত্মহত্যার চেষ্টা করে। কোনো পক্ষের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply