রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: পঞ্চম শ্রেণির এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ায় দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।রোববার (২৮ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় পুলিশ।
আটককৃতরা হলেন- ওই বিদ্যালয়ের কোচিং শিক্ষক সদরের চকগয়েশপুর গ্রামের মৃত রহিম বকসের ছেলে চান্দু মিয়া (৫০) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরের নারায়নপুর গ্রামের আমজাদ হোসেন সরকারের ছেলে সুলতানুল আরেফিন সোহেল (৪৪)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিতে যায় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। দুপুরে দিকে নিয়ম বহির্ভুতভাবে কোচিং শিক্ষক চান্দু মুন্সি অসৎ উদ্দেশে পরীক্ষার হলে প্রবেশ করে। এসময় প্রধান শিক্ষক তাকে বাধা দেন না। এক পর্যায়ে সুযোগ বুঝে ওই শিক্ষার্থীর বুকে এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে কোচিং শিক্ষক চান্দু মিয়া।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) রাতে শিক্ষার্থীর বাবা দুইজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয় ।
Leave a Reply