রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেপ্তারের পর জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন হেফাজতে ইসলামের নেতারা। রোববার (১৮ এপ্রিল) ইফতার শেষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাটহাজারী মাদ্রাসার এক হেফাজত নেতা এ তথ্য জানান। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে এটা বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
সূত্র জানায়, মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর থেকে হেফাজতের ওপর চড়াও হয়েছে সরকার। প্রথমে কর্মীদের, পরে স্থানীয় থেকে মধ্যম সারির নেতাদের এবং সর্বশেষ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করছে সরকার। এ পরিস্থিতিতে দলের করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনা হবে। হেফাজত কি সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাবে নাকি সমঝোতার মাধ্যমে সাম্প্রতিক সময়ের ধকল সামলাবেন, সেসব বিষয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, রোববার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
Leave a Reply