বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
কাউখালী প্রতিনিধি॥ লকডাউনে ঘোষিত কঠোর নিষেধাজ্ঞার ৫০ দিন শেষে কাউখালী থেকে চালু হয়েছে দূরপাল্লার গণপরিবহন ও ঢাকা চাঁদপুর গামী লঞ্চ। আজ সোমবার সকাল থেকে শর্ত মেনেই বাস ও লঞ্চগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছেড়ে যাচ্ছে। সংশ্লিষ্ট মোটরযানের রেজিষ্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করছে না গণপরিবহন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের দেয়া নির্দেশ মেনে ৬০ শতাংশের অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া যাত্রী ও বাস চালকসহ সংশ্লিষ্ট কর্মচারীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
এছাড়া লঞ্চ যাত্রী ও কর্মচরীদের একই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ আজ প্রথম ভান্ডারী আজকে ঢাকার উদ্দেশ্যে অগ্রদূত প্লাস লঞ্চটি ছেড়ে যেতে দেখা গেছে।
Leave a Reply