আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি নির্বাচনী সমাবেশে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হারুন বিলোউর নামে এক প্রার্থীও রয়েছে। বহু আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) আয়োজিত একটি প্রচারণা সমাবেশে এ হামলা চালানো হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাফকাত মালিক বলেন, সমাবেশস্থলে যোগ দিতে গাড়ি থেকে নামার সাথে সাথেই ঘটানো হয় বিস্ফোরণ। আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটা একটা আত্মঘাতী হামলা।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, এ হামলার প্রধান টার্গেট ছিলেন হারুন বিলোউর। ২০১২ সালে তার বাবা বশির বিলাওর একইভাবে প্রাণ হারিয়েছেন। নিহত হারুন বিলাওর আসন্ন নির্বাচনে খাইবার পাখতুনখোয়া আসনের প্রার্থী।
Leave a Reply