বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতীক বিতরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করলেও, কমিশন জানিয়েছে—তাদের নির্ধারিত তালিকায় এমন কোনো প্রতীক নেই।
রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “যেসব দল নিবন্ধিত, তারা কমিশনের নির্ধারিত তালিকা থেকেই প্রতীক নিতে পারে। তালিকায় না থাকা প্রতীক কোনো দলকে দেওয়া যায় না।”
তিনি আরও জানান, কমিশনের ক্ষমতা আছে প্রতীকের সংখ্যা কমানো বা বাড়ানোর, কিন্তু নতুন প্রতীক অন্তর্ভুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত মতবিনিময় সভায় সিইসি বলেন, “আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক, কেউ যেন বঞ্চিত না হয়।” সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply