বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় নারায়ণগঞ্জ থেকে আসা মা ও মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ খবর শুনে মেয়েটির বাবা বাড়ি থেকে পালিয়ে গেছেন। মা ও মেয়ের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসায় উপজেলার তেতলা মধুরভিটা গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ উদয়কাঠি ইউনিয়নের তেতলা মধুরভিটা এলাকা লকডাউন ঘোষণা করেন। অপরদিকে করোনায় আক্রান্ত মা ও মেয়ের খবর শুনে গৃহকর্তা বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন। তবে তাদের সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়নি।
এ ব্যাপারে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে উপজেলার উদয়কাঠি ইউনিয়নে আসেন মা ও মেয়ে। করোনার উপসর্গ নিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়িতে যান। সেখান থেকে ১৭ এপ্রিল বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।
এ সময় সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের করোনায় আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে টেস্টে পাঠান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি রাখেন।
২০ এপ্রিল ভোরে সেখান থেকে তারা পালিয়ে যান। ওই দিন দুপুরে তারা উদয়কাঠি ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণের চাল নিয়ে বাড়ি যান। এর পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা উদয়কাঠি বাজারসহ এলাকায় ঘুরে বেড়ান। এ ক্ষেত্রে তাদের সংস্পর্শে আসা লোকজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়নি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কবির হাসান বলেন, মা ও মেয়ের শরীরে করোনার উপসর্গ পাওয়ায় তাদের আইসোলেশনে ভর্তি রাখার পাশাপাশি তাদের নমুনা সংগ্রহ করে টেস্টে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ২০ এপ্রিল ভোরে তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়। মঙ্গলবার তাদের রেজাল্ট পজিটিভ আসায় বিকালে তাদের তেতলা মধুরভিটার বাড়ি থেকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ জানান, উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা মধুরভিটা গ্রামের মা ও মেয়ে করোনায় আক্রান্ত হওয়ায় পুরো এলাকা লকডাউন করা হয়েছে। তবে মেয়েটির বাবা বাড়ি থেকে পালিয়ে গেছেন।
Leave a Reply