রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠিতে পাঁচ মাস বয়সী একটি ভ্রূণ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের সুগন্ধা নদী তীরের লিচুতলা এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে এটিকে ফেলে রেখে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লিচুতলা এলাকায় দুপুরে স্থানীয় লোকজন একটি ব্যাগের ভেতর ভ্রূণটি দেখতে পেয়ে পুলিশে খবর খবর দেয়।
পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। সোমবার রাতে অবৈধ গর্ভপাত ঘটিয়ে কেউ এটিকে নদীতীরে ফেলে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা মো. সেলিম মিয়া বলেন, দুপুরে নদীতে গোসল করতে গিয়ে লোকজন ব্যাগের মধ্যে এটি দেখতে পায়। এ সময় লোকজন এসে ভিড় করে।
খবর পেয়ে পুলিশ এসে সেটি উদ্ধার করে। বাবুল খলিফা বলেন, আশপাশের কেউ হয়তো নদীতীরে এটি ফেলে গেছে। কারণ এখানে দূরের লোকজনের আসার কথা নয়। এ ধরনের অন্যায় কাজ যারা করে তাদের বিচার হওয়া প্রয়োজন। পুলিশ তদন্ত করলেই বিষয়টি বের হয়ে আসবে। ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, ভ্রূণটির সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply