রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন- কাউনিয়া ছোট মিয়ারগলি এলাকার বাসিন্দা কামাল উদ্দিন সরদারের ছেলে মো। সম্রাট সরদার (২৬) এবং পলাশপুর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মনির হাওলাদারের ছেলে কুরবান হাওলাদার (৩০)।
কাউনিয়া থানার ওসি মো আজিমুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর কাউনিয়া ছোটমিয়ার গলি এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৮ টায় দুই মাদক বিক্রেতাকে আটক করে পুলিশ। এ সময় মাদক বিক্রেতা সম্রাট সরদারের কাছ থেকে ৫ পিস এবং কুরবান হাওলাদারের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় অভিযানে অংশ নেন কাউনিয়া থানার এসি আ. হালিম, ওসি মো. আজিমুল করিম, এস আই আহসান উল্লাহ, এস আই মিরাজ মোল্লা, এ এস আই ইব্রাহিম হাওলাদার, এ এস আই সাইফুল ইসলাম ২, এ এস আই সানোয়ারসহ অন্যান্য পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply